ফুটবলারদের নেই নিজস্ব স্বাধীনতা!
প্রকাশিত হয়েছে : ১১:১২:৪৪,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক: তার যাবার কথা ছিল এক জায়গায়। ঘটনাচক্রে যোগ দিলেন আরেক জায়াগায়। রাদামেল ফ্যালকাও নিজেই বললেন এই কথা। স্বীকার করে নিলেন, এই গ্রীস্মে রিয়াল মাদ্রিদে যাওয়ার কথা ছিল তার। কিন্তু স্পেনের বদলে যুক্তরাজ্যে গেলেন চলে। নাম লেখালেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এর সাথে বললেন, নিজের দল বেছে নেয়ার সুযোগ ফুটবলারদের নেই।
২০১৩-১৪ মৌসুমে আতলেতিকো মাদ্রিদ থেকে মোনাকো গিয়েছিলেন ফ্যালকাও। তারপর এবারের বিশ্বকাপের সময়ই এই কলম্বিয়ানের রিয়াল মাদ্রিদে যাওয়ার কথা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল বলেই শোনা যায়। কিন্তু ম্যানইউতে যোগ দিয়ে সবাইকে চমকে দেন ফ্যালকাও।
সম্প্রতি ফ্যালকাওয়ের কাছে জানতে চাওয়া হয় যে ফুটবলাররা নিজেদের ভাগ্য নিজেই নির্ধারণ করতে পারেন কি না। এই প্রশ্নের জবাবে এই বৈশ্বিক সুপারস্টার বললেন, “না, তা সে পারে না। মাঝে মাঝে এমন প্রশ্ন আমি হাসি যখন শুনি কেন আমি ঐ জায়গায় গেলাম না বা ঐ জায়গায় থাকলাম না। যেন ফুটবলার নিজের পছন্দে কাজ করতে পারে।”
সাংবাদিকতার কথা টেনে এনে জম্পেশ একটা উদাহরণ দাঁড় করিয়েছেন ফ্যালকাও। বলেছেন, “সাংবাদিকদের কাছে কখনও জানতে চাই যে কেন আপনি সিএনএন বা ইএসপিএন এ যোগ দিচ্ছেন না? ফুটবলেও বিষয়টা একই। কোনও দল বেছে নেয়ার সুযোগ আপনার হাতে কমই থাকে। এমন অনেকবারই হয়েছে যে আমি যা চেয়েছি তা করতে পারিনি। আমি যেতে চেয়েছি এক জায়গায়, আমাকে যেতে হয়েছে আরেক জায়গায়।”