ফিলিস্তিনিদের বাড়ি ভেঙে দিতে নেতানিয়াহুর নির্দেশ
প্রকাশিত হয়েছে : ১১:৪০:৪৫,অপরাহ্ন ০৭ ফেব্রুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন নির্মিত ৪০০ বাড়ি ভেঙে দেয়ার নির্দেশ দিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এসব ঘর-বাড়ি তৈরি করার জন্য ইউরোপীয় ইউনিয়ন অর্থের যোগান দিয়েছিল বলে ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলে খবর বের হওয়ার পর নেতানিয়াহু এ নির্দেশ দিলেন। ইসরাইল বলছে, এসব ঘর-বাড়ি নির্মাণের আগে ইউরোপীয় ইউনিয়নের উচিত ছিল তেল আবিবের কাছ থেকে অনুমতি নেয়া। শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের এক মুখপাত্র অর্থ যোগান দেয়ার বিষয়টি সমর্থন করে বক্তব্য দিয়েছেন।
এর আগে, বৃহস্পতিবার পশ্চিম তীরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শাদি উসমান ডেইলি মেইলকে নিয়েছিলেন, ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হিসেবে ইইউ এসব ঘর-বাড়ি নির্মাণে অর্থ যোগান দিয়েছে। সে সময় তিনি আরো বলেছেন, ফিলিস্তিনিদের বসবাসের যেমন অধিকার রয়েছে তেমনি সেখানে স্কুল তৈরি ও অর্থনৈতিক উন্নয়নের অধিকারও রয়েছে।-আইআরআইবি