ফিনল্যান্ড বিএনপির গণতন্ত্র হত্যা ও কালো দিবস পালন
প্রকাশিত হয়েছে : ৫:২৩:১৬,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০১৫
শামিম বেপারি: ৫জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা ও কালো দিবস’ উপলক্ষে ফিনল্যান্ড পার্লা্েম্েন্টর সামনে এক বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি এবং সাধারণ সম্পাদক জুলফিকার আশরাফ সাগর, সিনিয়র সহ-সভাপতি এনামুল হক সিপু, সহ-সভাপতি গোলাম কিবরিয়া সাবু, সহ-সভাপতি মহিউদ্দিন মানিক, সহ-সভপতি শওকত আলী মিলন, ইমাম হুসেন পাভেল, সহ-সভাপতি জাহাঙ্গির আলম,সহ-সভাপতি আব্দুল রশিদ, সহ-সভাপতি মোহাম্মদ মইন উদ্দিন, সহ-সভাপতি পারভেজ মনয়ার, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান হিরক, সিনিয়র যুগ্মসম্পাদক সাইফুল আলম তপন খান, উপদেষ্টা ম-লীর সদস্য ড.সফিকুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম ফকির লিতন,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, দফতর সম্পাদক শামিম বেপারি, সহ সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, যুবনেতা আব্দুল ফাত্তা প্রমুখ।
কামরুল হাসান জনি বলেন, ১৯৭৫ সালে তার পিতা যেভাবে জনগণের অধিকার কেড়ে নিয়েছিল ঠিক সেভাবে তিনি আবার এখন জনগণের অধিকার কেড়ে নিয়েছেন। তিনি এটা করছেন কারণ তিনি জানেন তার সরকার অবৈধ, তার সরকার জনগণের সরকার নয়। তার মনে ভয় তিনি যদি ক্ষমতায় থাকতে না পারেন তবে বাংলার জনগণ তার বিচার করবে। তিনি ক্ষমতায় এসেই ৭৫ জন আর্মি অফিসারকে হত্যা করেছেন, আইটি সেক্টরের উন্নয়নের নামে এবং নিজের ছেলেকে বেতন দেওয়ার নামে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন, দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছেন, হেফাজতের হাজার হাজার কর্মীকে হত্যা করেছেন। তার এ সমস্ত অপরাধের বিচার করবে বাংলার জনগণ।জনগণের অধিকার অবদমিত করে শুধু জুলুম নির্যাতনের মাধ্যমে বর্তমান অবৈধভাবে চেপে বসা ক্ষমতাসীনদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।