
করোনার সংক্রমণ এড়াতে ও প্রাণহানি কমাতে বিশ্বজুড়ে চলছে লকডাউন। এর মাজেই ইউরোপের দেশ ফিনল্যান্ডে উদযাপিত হলো পবিত্র ঈদুল ফিতর। সীমিত পরিসরে নিরাপদ দুরুত্ব মেনে সোমালি টার্কি এবং বাংলাদেশী কমিউনিটি ফিনল্যান্ডের বিভিন্ন শহরে কয়েকটি মসজিদ এবারে ঈদ জামাত আয়োজন করে। এরমাঝে বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদ অন্যতম। এই ঈদ জামাতে দশ জনের একটি ঈদ জামাত অনুষ্ঠিত হয় যাতে হেলসিংকির দশজন অধিবাসী অংশ নেয়।
করোনাভাইরাসের দুর্যোগের মধ্যেই ভিন্ন আবহে উদযাপিত হলেও এবং ঈদের এই দিনে একে অন্যের সঙ্গে কোলাকুলি বা হাত মেলানো না গেলেও, শুভেচ্ছাবিনিময়, দোয়া দেওয়া-নেওয়াতে কোনো ঘাটতি ছিল না।
উল্লেখ্য গত বছরের ডিসেম্বর মাস থেকেই ব্যাপক আকারে সংক্রমিত হতে শুরু করেছে করোনা ভাইরাস। ছড়িয়েছে ১৮৮টি দেশে। আর আক্রান্ত হয়েছেন অর্ধকোটিরও বেশি মানুষ। প্রতিদিনই বাড়ছে মৃত্যু সংখ্যা। এমন পরিস্থিতির মধ্যেই বিশ্বব্যাপী মুসলিম ধর্মাবলম্বীরা উদযাপন করছে পবিত্র ঈদুল ফিতর।
তবে সুখের বিষয় বিষয় হলো গত দুদিন ফিনল্যান্ডে বেশ কয়েকজন করোনা আক্রান্ত হলেও কোন মৃত্যু হয়নি।