স্থায়ী শহীদ মিনার নির্মাণে সহযোগিতার আশ্বাস দিলেন আত্তে কালেভা
হেলসিংকি :: পরম শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদের স্মরণের মধ্যে দিয়ে ফিনল্যান্ডে উদযাপিত হলো মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। করোনা পরিস্থিতি বিবেচনায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে দেশটির বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ দিবসের প্রথম প্রহর রাত ১২:০১ মিনিটে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির অস্থায়ী বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সন্মান প্রদর্শন করেন।
প্রচন্ড ঠান্ডা আর তুষারফাতের মধ্যেও এই দিবসটি উদযাপনে বিদেশী এবং বাংলাদেশি কমিউনিটির উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
উপস্থিত সুধীজন মহান ভাষা শহীদদের আত্মত্যাগ ও আত্মজাগরণের গৌরবোজ্জ্বল ইতিহাসকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন জনাব মাইনুল ইসলাম, জনাব তপন বঙ্গবাসী, জনাব মহিবুল ইসলাম, জনাব সাইফুল ইসলাম, জনাব মোহাম্মদ কুদ্দুস ,জনাব ইমাম হোসেন ,জনাব ইভান ইসলাম , জনাব সাফিন আহমেদ, জনাব আজিজুল ইসলাম, জনাব সবুজ, জনাব সাব্বির আলম , জনাব স্বপন, জনাব মহি খান প্রমুখ।
এছাড়া বিদেশীদের মধ্যে ছিলেন ফিনল্যান্ডের এস্ট্রাইড, এলিনা ও ক্যারোলিন। আমেরিকান বু। রাশিয়ার ইগোর, অলি ও ইভান।এস্তোনিয়ার মেইলিস, ক্যাটলিন,মাইট ও এরভিন। ভারতের সিম্বা সিং। নেপালের বিসাল ও মদন আচারিয়া। গাম্বিয়ার মাইক, বাবু ও পেড্রিক। সোমালিয়ার আহমেদ। সেনেগালের মোম্বা ও জোম্বা। কেনিয়ার পেট্রিক। তানজানিয়ার উইনি। বাঙ্গুরার মোহাম্মেদ। নাইজেরিয়ার গিওর্গি। মরোক্কোর আহমেদ, হিসাম ও বারেক । কঙ্গোর এডলফ, আন্দ্রে ও ড্যানিয়েল।
দিবসের দ্বিপ্রহরে ছিল কোনতুলা আর্ট স্কুলের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী। উক্ত আয়োজনে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ফিনিশ পার্লামেন্ট সদস্য আত্তে কালেভা। তিনি প্রতিযোগিতার অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বাংলাদেশী শিশুদের মাঝে প্রথম স্থান অর্জন করেন যথাক্রমে জুনাইরাহ আক্তার জামান ও ইনকিয়াদ উজাইর চোধুরী। দৃতীয় স্থান অর্জন করেন উমাইজা আক্তার জামান এবং তৃতীয় স্থান অর্জন করেন ইশাল। এছাড়া বিশেষ পুরুষ্কার পান রাইদা এবং আয়শা।
পুরুষ্কার বিতরণীর পর সংক্ষিপ্ত আলোচনা সভায় আত্তে কালেভা ৫২’র ভাষা শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্বরণ করেন। তিনি ফিনল্যান্ডের বিভিন্ন কম্যুনিটির মানুষদের প্রতি তার এবং তার দলের শুভেচ্ছা জানান। বক্তব্যে তিনি বলেন ফিনল্যান্ডে স্থায়ী শহীদ মিনার নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ে তার দল একটি কমিটি গঠন করেছে যার প্রধান হিসেবে বাংলাদেশী কমিউনিটি ব্যক্তিত্ব জনাব ভূঁইয়া এন জামান কাজ করছেন। তিনি তার ব্যক্তিগত, সিটি কর্পোরেশন এবং সরকারের তরফে ফিনল্যান্ডে স্থায়ী শহীদ মিনার নির্মাণে সার্বিক সহযোগিতার কথা বলেন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশী কমিউনিটি ব্যাক্তিত্ব মাহমুদুল হাসান চৌধুরী রাসেল। জামসেদ হায়দার সিদ্দিকী এবং অনুরূপ টিটো। কোনটুলা আর্ট স্কুলের পক্ষ হতে বক্তব্য রাখেন স্কুল প্রধান হেইডি এবং আন্তি। আলোচনা সভা শেষে আয়োজনের পৃষ্টপোষক সংবাদ ২১ডটকম সম্পাদক জনাব ভূইয়াঁ এন জামান সবাইকে ধন্যবাদ জানিয়ে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন ।