ফিনল্যান্ডে প্রচণ্ড শীতে নাজেহাল অমিতাভের শামিতাভ টিম!
প্রকাশিত হয়েছে : ৬:৪৪:৪৯,অপরাহ্ন ২৬ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক:: গতানুগতিক সিনেমার বাইরে এসে কিছু একটা করার প্রবল ইচ্ছা থেকেই পরিচালক আর বাল্কি শামিতাভ সিনেমা নির্মাণ করছেন। এখনও সিনেমার কাজ শেষ হয়নি। তবে সিনেমার ট্রেইলারে ইতোমধ্যেই বলিউড প্রেমীরা ভিন্নতার স্বাদ পেয়েছেন। তবে সম্প্রতি যে খবর বেড়িয়ে এলো তাতে অবাক না হয়ে কোন উপায় নেই।
খবর হলো, মাইনাস আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডে এই সিনেমার একটি রোমান্টিক ট্র্যাকের শুটিং চলছিলো। কিন্তু এই হাড় কাঁপানো শীতে কি বাইরে শুটিং করা সম্ভব তাও আবার রোমান্টিক ট্র্যাকের দৃশ্যায়ন? আপনি জানলে অবাক হবেন এই সিনেমাটি বলিউডের প্রথম সিনেমা হতে যাচ্ছে যা ফিনল্যান্ডের একেবারে উত্তরের বৃহত্তম এলাকা যেখান সিনেমার শুটিং করতে পুরো টিমকে অনেক ঝামেলা পোহাতে হয়েছে।
পরিচালক বাল্কি জানান, সেখানে এতই ঠাণ্ডা ছিল যে আমরা প্রতিদিন শুটিংয়ের পর হোটেলে ফিরে আসতাম আবার পরদিন পুরো টিম মিলে সেখানে হাজির হতাম। এভাবেই শুটিংয়ের কাজ করতে হয়েছে পুরো শামিতাভ টিমকে। আর আমরা যেখানে এই গানটির শুটিং করেছি সে এলাকাকে ‘The Land of Santa Claus’ বলেও ডাকা হয়।