ফিনল্যাণ্ড বিএনপিতে অস্থিরতা: চার নেতা বহিষ্কার
প্রকাশিত হয়েছে : ১১:৪৪:২৫,অপরাহ্ন ০৬ ডিসেম্বর ২০১৪
ফিনল্যান্ড: বহিষ্কার আর পাল্টা বহিষ্কার এর মধ্যে দিয়ে ফিনল্যাণ্ড বিএনপিতে চলছে চরম অস্থিরতা।সম্প্রতি কেন্দ্র কতৃক ঘোষিত বিএনপির নতুন কমিটির বিপরীতে বিদ্রোহী গ্রুপ কতৃক ঘোষিত নতুন কমিটির পরিপ্রেক্ষিতে ও গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফিনল্যান্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সিনিয়র যুগ্ম-সম্পাদকসহ চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ফিনল্যান্ড বিএনপির জরুরি বর্ধিত সভায় এই চার নেতাকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন; সিনিয়র সহ-সভাপতি শরিফ বিশ্বাস, সহ-সভাপতি মবিন মোহাম্মদ, সহ-সভাপতি মুখলেছুর রহমান চপল, সিনিয়র যুগ্ম সম্পাদক প্রদিপ কুমার সাহ।ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনির সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক জুলফিকার আশরাফ সাগর, সহ-সভাপতি মোহাম্মদ মঈন উদ্দিন, সহ-সভাপতি মাহফুজুর রহমান, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান হিরক, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম তপন খান, মানবাধিকার সম্পাদক তারেক আহমদ, ফিনল্যান্ড বিএনপি উপদেষ্টা মোহাম্মদ আব্দুল রাওসিদ, জুলিয়াছ আহমদ প্রমুখ।