ফতুল্লাহ টেস্টে আবার সেই বৃষ্টির হানা
প্রকাশিত হয়েছে : ৮:৫৯:৩০,অপরাহ্ন ১২ জুন ২০১৫
খেলাধুলা ডেস্ক::
বৃষ্টি যেন কিছুতেই ফতুল্লা টেস্টকে ছাড়তে চাচ্ছে না। মধ্যাহ্ন বিরতি শুরু হলে আবার সেই বৃষ্টি খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হানা দিয়েছে। তবে বৃষ্টি কিছুটা কমে গেলেও কালো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে আকাশে। খেলা শুরু হওয়া নিয়ে আবার দেখা দিয়েছে শঙ্কা।
শুক্রবারের সকালে বাংলাদেশের বোলারদের নৈপুণ্যে ম্যাচ বাংলাদেশের পক্ষে কিছুক্ষণ থাকলেও মুরালি বিজয় ও আজিঙ্কা রাহানের ব্যাটের উপর ভর করে আবারও ম্যাচে ফিরেছে ভারত। ক্যারিয়ারের সপ্তম অর্ধশতক নিয়ে বেশ ভালোভাবেই দেড় শতকের কাছাকাছি মুরালি বিজয়কে সঙ্গ দিয়ে যাচ্ছেন আজিঙ্কা রাহানে।
তৃতীয় দিনের সকালে বাংলাদেশের স্পিনারদের তোপের মুখে পরতে হয় ভারতীয় ব্যাটসম্যানদের। সাকিবের পর পর দুই উইকেট নেওয়ার পর সফরকারী অধিনায়ক বিরাট কোহলিকে বিদায় করে দেন জুবায়ের।
বৃষ্টি বিঘ্নিত ফতুল্লা টেস্টের তৃতীয় দিনের সকালটা খারাপ গেলেও উইকেট নামের সেই সোনার হরিণের দেখা পেল টাইগাররা। তৃতীয় দিনের সকালটা শুরুই হয় মুরালি বিজয়ের শতক দেখে। এরপর মারমুখী ধাওয়ানের হাত থেকে রক্ষা করার পর এবার রোহিত শর্মাকেও বিদায় করে দেন বাংলাদেশের প্রান সাকিব আল হাসান। প্রথম দুইটি উইকেট সাকিব নেওয়ার পর জুবায়ের হোসেন ঘুর্নির শিকার হন ভারতের সব থেকে ভয়ঙ্কর ব্যাটসম্যান বিরাট কোহলি।
বাক্তিগত ১৭৩ রানের মাথায় শিখর ধাওয়ান সাকিবের হাতে বল তুলে দিয়ে বিদায় নেয়ার পর শর্মা বাক্তিগত মাত্র ৬ রানের মাথায় সাকিবের ঘুর্নির শিকার হন। তবে টেস্টের প্রথম দিনে বাক্তিগত ৭৩ রানের মাথায় একটি সহজ ক্যাচ ছেড়ে ধাওয়ানের সেঞ্চুরি করার পথ সহজ করে দেন বাংলাদেশি ক্রিকেটার শুভাগত হোম।
বুধবার সকালে একমাত্র টেস্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দলের অধিনায়ক। প্রথম দিনের খেলায় বৃষ্টির কারণে খেলা ৩৪ ওভার ভেসে গেছে দ্বিতীয় দিনে এক বলও মাঠে গড়ায়নি।
লাঞ্চের বিরতির আগ পর্যন্ত ৯৩ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩৯৮ রান।মুরালি বিজয় ২৬৪ বলে ১৪৪ এবং আজিঙ্কা রাহানে ৬৯ বলে ৫৫ রানে ব্যাট করছেন। বাংলাদেশের পক্ষে দুইটি উইকেট এসেছে সাকিব এবং একটি এসেছে জুবায়ের হোসেনের ঘুর্নি জাদু থেকে।