প্রয়োজনে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেবে আইন-শৃঙ্খলাবাহিনী: বেনজীর
প্রকাশিত হয়েছে : ১২:২৮:০৭,অপরাহ্ন ০১ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নবনিযুক্ত মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রয়োজনে আইন শৃঙ্খলাবাহিনী কেন্দ্রে পৌঁছে দেবে। তাদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়া নিয়ে অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।’
দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রবিবার বরিশালে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন র্যাব প্রধান।
র্যাবের ডিজি আরও বলেন, ‘একটি সংঘবদ্ধ অংশ মানুষকে পুড়িয়ে মারছে। দুগ্ধপোষ্য শিশুও রেহাই পাচ্ছে না। তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
দেশের ১৫ লাখ পরীক্ষার্থীকে নিরাপত্তা দিয়ে কেন্দ্রে পৌঁছে দেওয়া সম্ভব কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে বেনজীর বলেন, ‘র্যাব, পুলিশসহ আইন শৃঙ্খলাবাহিনী সর্বাত্মক চেষ্টা করবে।’ আগামী প্রজন্মের জন্য সংহতি প্রকাশের সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী, বরিশাল রেঞ্জ ডিআইজি হুমায়ুন কবির, র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম এবং মেট্রো ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর ১২টার দিকে পুলিশের বিশেষ হেলিকপ্টারে বরিশাল নগরীর আকাশসীমায় পৌঁছার পর র্যাব মহাপরিচালককে বহনকারী হেলিকপ্টার থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।