প্রেসক্লাব দখল নিয়ে ২ গ্রুপের মধ্যে উত্তেজনা
প্রকাশিত হয়েছে : ১১:৫৫:৪৬,অপরাহ্ন ৩০ মে ২০১৫
নিউজ ডেস্ক::
জাতীয় প্রেসক্লাবে আওয়ামী ও বিএনপিপন্থী সাংবাদিকদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নবগঠিত কমিটি শনিবার দুপুরের দিকে প্রেসক্লবের মেম্বার রুমে আসে। এবং নিজেদের মধ্যে আলাপ আলাচনা করতে থাকে।
অপর দিকে বিএনপি পন্থি সাংবাদিকরা প্রেসক্লাবের ৩ তলায় মিটিং করছিল। মিটিং শেষে শওকত মাহমুদ এবং রুহুল আমিন গাজীর নেতৃত্বে তারা ২য় তলায় সম্পাদক কক্ষের সামনে আসলে মুখোমুখি হয় দু’পক্ষ। এসময় সম্পাদকের রুমের দরজার তালা এবং বন্ধ জানালা দেখেলে বাকবিতন্ডার সৃষ্টি হয়।
উত্তেজিত নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এসময় ‘রাজাকারের আস্তানা প্রেসক্লাবে হবেনা’ স্লোগান দিতে থাকে। এবং একসময় নব সভাপতির নেতৃত্বে ঐ পন্থি সাংবাদিকসহ প্রেসক্লাববের ভিতর অবস্থানরত সবাইকে বের করে দেয়।