প্রেম-ভালবাসা নিয়ে এরশাদের আক্ষেপ
প্রকাশিত হয়েছে : ৭:৩৫:৪৩,অপরাহ্ন ০৮ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: প্রেম-ভালবাসা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। তিনি বলেন, এখন আর প্রেম-ভালবাসা নেই। সমাজ থেকে প্রেম-ভালবাসা উঠে গেছে।
সোমবার জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে এক সভায় তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, সেনা বাহিনীতে থাকতে আমি প্রতিদিন ডায়েরি লিখতাম। আমার বউকে চিঠি লিখতাম। কিন্তু এখন সব জায়গায় আমার সমালোচনা হয়। আমি ভাল কাপড় পরতাম। মসজিদে যেতাম। কবিতা লিখতাম। এসব কি আমার অপরাধ। এগুলো নিয়েও আমার সমালোচনা হয়।
ক্ষোভ প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এখন দেশে স্বাভাবিক মুত্যুর নিশ্চয়তা নেই। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দেবে বলে জানান এরশাদ।