‘প্রাণভিক্ষার সিদ্ধান্ত নেননি কামারুজ্জামান’
প্রকাশিত হয়েছে : ৯:৫৩:০৫,অপরাহ্ন ১০ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার কামারুজ্জামান বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শুক্রবার গণমাধ্যমে তিনি এ কথা বলেন। সকালে এ বিষয়ে কথা বলতে কারাগারে তার সঙ্গে দুই ম্যাজিস্ট্রেট দেখা করে যান। তখনই তিনি তাদের এ কথা বলেন। আসাদুজ্জামান বলেন, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে আবারো কামারুজ্জামানের সঙ্গে কথা বলবেন ম্যাজিস্ট্রেট।
গত বুধবার কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের রায়ের কপি কারাগারে পৌঁছায়। পরে রায় পড়ে শোনানো হলে আইনজীবীদের সঙ্গে কথা বলে প্রাণভিক্ষা চাওয়ার বিষয়ে কথা বললেন বলে জানান তিনি।
বৃহস্পতিবার সকালে আইনজীবীরা তার সঙ্গে দেখা করে জানান, কামারুজ্জামান তার সিদ্ধান্ত কারা কর্তৃপক্ষকে জানাবেন। এর আগে কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের রায়ের আদেশে প্রধান বিচারপতিসহ চার বিচারপতি সই করেন। পরে স্বাক্ষরিত কপি প্রথমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ও ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট পাঠানো হয়। সেখান থেকে কপিটি বিকেল পৌনে ৫টার দিকে পাঠানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের রায়ের আদেশে প্রধান বিচারপতিসহ চার বিচারপতি সই করেন।