পোশাকশিল্পে মালিক-শ্রমিকের মধ্যে আস্থার সংকট
প্রকাশিত হয়েছে : ৮:২৭:৪৭,অপরাহ্ন ১৩ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বাংলাদেশের পোশাক শিল্পে বৃহৎ কোনো সমস্যা নেই। এখানে মালিক-শ্রমিকদের মধ্যে সামান্য আস্থা ও বিশ্বাসের সংকট রয়েছে। যা দূর হলেই এই শিল্প এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
শনিবার সকাল সাড়ে ১১টায় হোটেল সোনারগাঁওয়ে বিকেএমইএ’র উদ্যোগে প্রকাশিত বাংলাদেশের সর্ববৃহৎ এবং একমাত্র প্রকাশনা “গ্লোবাল বায়ার্স ইনফরমেশন ডাইরেক্টরী” এর মোড়ক উন্মোচন ও বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ নীটওয়ার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টারস এসোসিয়েশন (বিকেএমইএ)।
মুজিবুল হক চুন্নু বলেন, রানা প্লাজা ট্র্যাজেডিতে গার্মেন্টস সেক্টরের ইমেজ নষ্ট হওয়ার পরে সরকার ও পোশাক শিল্প উদ্যোক্তাদের আয়োজিত এপারেল সামিটের কারণে ক্রেতাদের মাইনসেটাপ পরিবর্তন হতে শুরু করেছে।
বিকেএমইএ’র সভাপতি একেএম সেলিম ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ছাড়াও বিকেএমইএ’র সদস্যবৃন্দরা।