পেশোয়ার হামলার ঘটনায় ভাষাহীন মালালা
প্রকাশিত হয়েছে : ৫:২২:০৩,অপরাহ্ন ১৭ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
পাকিস্তানের পেশোয়ারে জঙ্গি হামলায় শিক্ষার্থী ও কর্মকর্তা মিলিয়ে ১৪০ জন নিহত হওয়ার ঘটনায় নোবেল জয়ী নারীশিক্ষা আন্দোলন কর্মী মালালা ইউসুফজাই বলেন, আমার হৃদয় ভেঙ্গে গেছে ।
তিনি সংবাদসংস্থা বিবিসিকে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন।
তিনি বলেন, কোনো মন্তব্য করার ভাষা হারিয়ে ফেলেছি। এ বর্বরতার শেষ কোথায়?
উল্লেখ্য, তিনি এবছর শিশু অধিকারের বিষয়ে কাজের অবদানের কাজর স্বীকৃতিস্বরূপ শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন।