পেছালো খালেদার মামলায় সাক্ষ্য বাতিলের শুনানি
প্রকাশিত হয়েছে : ১১:০৮:৩৩,অপরাহ্ন ১৫ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
দুর্নীতির অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাক্ষী হারুন অর রশীদের সাক্ষ্য বাতিলের শুনানি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার আইনজীবীর করা সময় আবেদনের পেক্ষিতে এ আদেশ দেয় আদালত। বর্তমানে খালেদার বিরুদ্ধে এ মামলাটির কার্যক্রম চলছে বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠের বিশেষ আদালতে।
বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এটি শুনানির জন্য সোমবারের কার্যতালিকায় ছিলো। কিন্তু খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান এ আবেদনের শুনানীর জন্য এক সপ্তাহের সময় আবেদন করলে, আদালত তাদের আবেদনটি মঞ্জুর করে এ আদেশ দেয়। আজ আদালতে খালেদা পক্ষে শুনানী করেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।
গতকাল রোববার খালেদার মামলায় দুদক কর্মকর্তা হারুন-অর-রশীদের সাক্ষ্য বাতিল চেয়ে এ আবেদনটি দায়ের করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও খালেদার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য না নেয়ার আবেদনের পরেও আদালত হারুনের সাক্ষ্য নেয়ায়, তা বাতিল চেয়ে আবেদনটি করেছেন তিনি।