পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ : মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২:২৭:৩৯,অপরাহ্ন ০৭ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
বগুড়া শহরে পুলিশ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় শনিবার বিকালে শহরের নবাব বাড়ি সড়কে মিছিল থেকে গাবতলী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনিকে আটক করা হয়েছে। সন্ধ্যায় এ খবর পাঠানো পর্যন্ত তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমানের নেতৃত্বে শনিবার বিকাল ৫টার দিকে শহরে নবাববাড়ি সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সদর পুলিশ ফাঁড়ির সামনে এলে পুলিশ বাধা দেয়। তখন পুলিশের সঙ্গে নেত্রীদের বাকবিতণ্ডা ও ঠেলাঠেলি হয়। পুলিশ সদস্যদের সঙ্গে গালিগালাজ ও অসৌজন্যমূলক আচরণ করায় মহিলা পুলিশ সুরাইয়া জেরিন রনিকে আটক করে। পরে তাকে থানায় আনা হয়েছে।
সদর থানার ওসি আবুল বাসার জানান, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা না থাকলে ছেড়ে দেওয়া হবে। সকালে ২০ দলীয় জোটের মিছিলে দাঁড়ানো নিয়ে রনি অপর নেত্রী অ্যাডভোকেট সোহেলী আকতারকে মারধর করে আলোচনায় আসেন।