পুলিশের বিশেষ অভিযানকালে বগুড়ায় অর্ধশতাধিক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৬:২৯:১৬,অপরাহ্ন ১৮ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: পুলিশের বিশেষ অভিযানকালে বগুড়ায় জামায়াত-শিবিরের ৯নেতাকর্মীসহ অর্ধশতাধিক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন জামায়াতের রোকন রয়েছে বলেও জানা গেছে।
আটক জামায়াত নেতার নাম মো. হানজালার রহমান (৪৫) । তিনি বগুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ও রোকন।
বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। এ সময় এদের কাছ থেকে ৭৬ বোতল ফেনসিডিল, ১৮৩টি ইয়াবা ও ৩০৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এদের মধ্যে বগুড়া সদর থানায় ২৬ জন, সোনাতলা, ধুনট ও শেরপুরে ৫ জন করে, গাবতলীত ও দুপচাঁচিয়ায় ২ জন করে, সারিয়াকান্দিতে ৪, নন্দীগ্রামে ১, আদমদিঘিতে ৩, শাজাহানপুরে ১০, শিবগঞ্জে ৭ ও ডিবি পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে।