পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পুত্রবধূর
প্রকাশিত হয়েছে : ১:১১:১৩,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
দিল্লি পুলিশের অ্যাসিসটেন্ট কমিশনার অফ পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন তাঁর পুত্রবধূ। পুলিশের তরফে জানানো হয়েছে, গত বছর মে মাসে এই ঘটনাটি ঘটে, যখন অভিযুক্ত এসিপি দিল্লি পুলিশের নর্দান রেঞ্জে পোস্টেড ছিলেন।
দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জ থানায়, ২৩ জানুয়ারি দিল্লি পুলিশের এসিপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁর পুত্রবধূ। যদিও ডিসিপিকে এবিষয় প্রশ্ন করা হলে, তিনি কোনও উত্তর দেননি। সূত্রের তরফে জানা গেছে, অভিযুক্তকে খুব শীঘ্রই গ্রেফতার করা হবে।
পুলিশের তরফে আরও বলা হয়েছে, গত বছর জানুয়ারিতে অভিযুক্তের ছেলের সঙ্গে বিয়ে হয় আক্রান্তের। তারপর থেকে আক্রান্ত তাঁর শ্বশুরবাড়ি বসন্তকুঞ্জে থাকতে শুরু করেন। ঘটনাটি ঘটে যখন আক্রান্ত এবং অভিযুক্ত বাড়িতে একলা ছিলেন।এমনকি, এসিপি তাঁর পুত্রবধূকে হুমকি দেন, যদি তিনি প্রকাশ্যে মুখ খোলেন, তাহলে ফল ভাল হবে না, দাবি আক্রান্তের। ঘটনার পরই অস্ট্রেলিয়া চলে যান আক্রান্ত। তারপর ভারতে ফিরে এসে, তিনি অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।