পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি
প্রকাশিত হয়েছে : ৩:১৯:৩৭,অপরাহ্ন ১১ মে ২০১৫
নিউজ ডেস্ক::
বর্ষবরণে নারী লাঞ্ছনার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের ডাকা ‘ডিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও’ কর্মসূচিত পুলিশের বর্বর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ২০ দলীয় নেতৃত্বাধীন বিএনপি।
ঘটনার নিন্দা জানিয়ে বিএনপি বলছে, গতকাল আইন প্রয়োগকারী সংস্থা যে আক্রমণের ঘটনা ঘটিয়েছে তাতে প্রতিবাদকারীরাই উল্টো লাঞ্ছনার নির্মম শিকার হলেন, বিশেষ করে ছাত্রীদের উপর আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের আক্রমণের চিত্র খুবই লজ্জাজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। সোমবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন দলের পক্ষে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
দলের মুখপাত্র বলেন, ছাত্রদের একদিকে দমন করার জন্য আইন প্রয়োগকারী সংস্থা যে ভূমিকা পালন করছে তাতে করে উল্টো লাঞ্ছনাকারীরাই উৎসাহিত হচ্ছে। শাসক দলের লাঞ্ছনাকারীরা এতে আস্কারাবোধ করবে।
আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করে তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব হচ্ছে দুষ্টের দমন করা, কিন্তু তা না করে তারা উল্টো কাজ করছে। আমরা এর প্রতিবাদ করছি।
ভিন্ন মতাবলম্বীদের দমনে সরকার ‘দমন কৌশল’কে জুতসই মনে করছে বলে বিএনপির অভিযোগ। দলের মুখপাত্র বলেন, আমরা বিশ্বাস করি সংবিধান সম্মতভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ, বিক্ষোভ ও সমাবেশ করার অধিকার সবার রয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি বিনা ভোটে নির্বাচিত দাবিদার সরকার বিরোধী মত-ভিন্নমত ও প্রতিবাদকে একেবারেই সহ্য করতে পারছে না। বরং দমন করার কৌশলকেই জুতসই মনে করছে তারা।
সরকার অনবরত মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি অভিযোগ করে বলেন, সরকার ‘গোয়েবলসীয়’ কায়দায় অনবরত অসত্য কথা বলে যাচ্ছে। এর একটি অন্যতম উদাহরণ হচ্ছে-সরকার অনেকদিন ধরেই বলছে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তা সত্বেও সরকার প্রতিবছর খাদ্য আমদানী করছে।
কৃষিমন্ত্রীর বক্তব্যের সামালোচনা করে রিপন প্রশ্ন তুলে বলেন, আমরা জিজ্ঞেস করতে চাই দেশের কৃষকদের ক্ষতিগ্রস্থ করে দলীয় ব্যবসায়ীদের পকেট ভারী করার জন্য এই ডিউটি ফ্রি চাল আমদানী করার সুযোগ দিয়ে সরকার কি কৃষি ও কৃষক বান্ধব হতে পারছে নাকি কৃষকের সর্বনাশ করছে?
প্রেস ব্রিফিংয়ে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য ও কৃষকদের বাচাঁনোর জন্য দলীয় ব্যবসায়ীদের অনৈতিক সুবিধা দেয়া বন্ধ করা এবং ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য জোর দাবি জানায় বিএনপি।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতা ও যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুল হুদাকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবি করে দলটি। বিএনপি বলে, একজন নাগরিকের স্বাধীনভাবে চলাচল গমনাগমনের অধিকার থাকলেও সরকার তা বাধাগ্রস্থ করছে। আমরা সরকারের এ ভূমিকার নিন্দা করছি।