পুকুর খুঁড়ে পাওয়া গেল ৩৭ কেজি ওজনের বিষ্ণু মূর্তি
প্রকাশিত হয়েছে : ৬:২৩:১৮,অপরাহ্ন ২০ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুর খননে উঠে এলো ৩৭ কেজি ওজনের বিশাল আকৃতির বিষ্ণু মূর্তি। বৃহস্পতিবার মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের অর্জুনদহ গ্রামের একটি পুকুর খননের সময় শ্রমিকরা মাটির নীচ থেকে মূর্তিটি উদ্ধার করে। গ্রামবাসী খবর দিলে পুলিশ সেখানে যায়। পরে পুকুরের মালিক মূর্তিটি পুলিশের কাছে সোপর্দ করেন।
পুলিশ ধারণা করছে এটি কষ্টি পাথরের মূল্যবান মূর্তি হতে পারে। অর্জুনদহ গ্রামের কৃষক সিরাজ মোল্লা জানান, পুকুর খননের জন্য তিনি শ্রমিক নিয়োগ করেন। বৃহস্পতিবার শ্রমিকরা মাটি কাটার সময় তাদের কোদালে পাথর জাতীয় জিনিসের সন্ধান পান। বিকেলে মাটি খুড়ে শ্রমিকরা মূর্তিটি উদ্ধার করে। পরে পুলিশ এসে মূর্তিটি উদ্ধার করে। মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানান, ল্যাবে পরীক্ষা করার পর জানা যাবে এটি কিসের তৈরি। তবে ধারণা করা হচ্ছে এটি মূল্যবান কষ্টি পাথরের হতে পারে।