পীরগঞ্জে ম্যানেজিং কমিটির সদস্যের হাতে শিক্ষক লাঞ্ছিত, ছাত্র-শিক্ষকদের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ৬:১৯:২২,অপরাহ্ন ২৩ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: পীরগঞ্জে ম্যানেজিং কমিটির সদস্য কর্তৃক শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার শানেরহাট উচ্চ বিদ্যালয়ে ওই ঘটনা ঘটে। শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এ ঘটনায় এলাকাবাসী, ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, এসএসসি পরীক্ষার্থীদের কোচিং ক্লাস চলাকালে সুকুমার নামে একজন শিক্ষক বিলম্বে বিদ্যালয়ে আসায় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য এমদাদুল হক ওই শিক্ষকের ওপর রাগান্বিত হয়ে তাকে চাকরি ছেড়ে দিতে চাপ প্রয়োগ করলে বিরেন্দ্রনাথ নামে অপর শিক্ষক ঘটনার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই অভিভাবক সদস্য বিরেন্দ্রনাথকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
এ ঘটনা প্রত্যক্ষ করে ছাত্র ও শিক্ষকরা ঘটনাস্থলে ছুটে আসে এবং ক্ষোভে ফুঁসে ওঠে। ওই সদস্যের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল শানেরহাট বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভা করে।
এ ব্যাপারে অভিভাবক সদস্য এমদাদুল হক শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এ জন্য আমি দুঃখিত। অপর সদস্য খন্দকার শামীম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ম্যানেজিং কমিটির সভাপতি আকমল হোসেন সাংবাদিকদের বলেন, ঘটনা শুনেছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।