পিসিবির শর্তকে ‘অবাস্তব’ বললেন নাইমুর রহমান
প্রকাশিত হয়েছে : ১০:০৪:২৯,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশে সিরিজ খেলতে আসার জন্য পাকিস্তানের দেওয়া দুইটি শর্তকে ‘অবাস্তব’ বলে অভিহিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়।
নাইমুর রহমান বলেন, ‘আমি মনে করি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে কোন সফরে আসার জন্য কোন শর্ত থাকা উচিত নয়। এটা সম্পূর্ণ দুই বোর্ডের ব্যাপার।’
তিনি আরো বলেন, ‘আমি কখনও কোন দেশকে সিরিজ থেকে প্রাপ্ত অর্থ দাবী করতে শুনিনি।’
পাকিস্তান সঙ্গে সিরিজের ভবিষ্যৎ কি? এমন প্রশ্নে সাবেক এই অধিনায়ক বলেন, ‘বিসিবি তাদের(পিসিবি) দাবী মেনে নেয়নি। তবে আমরা আশাবাদী যে সিরিজ হবে। আমরা পিসিবির সাথে এ নিয়ে আলোচনা করবো। তবে এখন পর্যন্ত এ নিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
প্রসঙ্গত, আসছে এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ খেলার কথা রয়েছে। কিন্তু এই সিরিজ খেলতে বাংলাদেশে আসার জন্য দুইটি অদ্ভুত শর্ত জুড়ে দেয় পিসিবি। শর্ত দুইটির প্রথমটি হলো, সিরিজ থেকে বিসিবি যা আয় করবে তার ৫০ ভাগ দিয়ে দিতে হবে। দ্বিতীয়ত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে পাকিস্তানে খেলতে পাঠাতে হবে।