পাবনা সদর উপজেলায় মানসিক প্রতিবন্ধী ছেলের হাতে আলাল প্রামাণিক (৫৭) নামক এক ব্যক্তি খুন হয়েছেন।
রোববার রাতে উপজেলার চর সাধুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহত আলাল প্রামাণিক চরসাধুপাড়া গ্রামের মৃত সাদেক আলীর ছেলে। তিনি পেশায় রিকশাচালক এবং মাদকাসক্ত ছিলেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রোববার রাতে বাবা-ছেলে এক ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় মানসিক প্রতিবন্ধী ছেলে আলমগীর হোসেন কাঠের বাটাম দিয়ে তার পিতা আলাল প্রামাণিকের মাথায় উপর্যুপরি আঘাত করে হত্যা করে। এরপর ঘরে তালা দিয়ে বাইরে এসে ঘুমিয়ে পড়ে ছেলে আলমগীর। সকালে স্থানীয়রা টের পেয়ে ছেলে আলমগীরকে আটক করে পুলিশকে খবর দেয়।
পাবনা সদর থানার ওসি নাছিম আহম্মেদ জানান, সোমবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ঘাতক ছেলেকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। সূত্র: যুগান্তর