পাপুয়া নিউগিনিতে ভূমিকম্প
প্রকাশিত হয়েছে : ৬:০৪:৫৭,অপরাহ্ন ০৭ ডিসেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক:: পাপুয়া নিউগিনিতে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। জারি করা হয়নি সুনামি সর্তকতা।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে এ তথ্য জানা গেছে।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি আঘাত হানে পানগুনা থেকে ১১৬ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ৬ দশমিক ৮ কিলোমিটার।