পানিসম্পদমন্ত্রী রাজশাহী যাচ্ছেন সোমবার
প্রকাশিত হয়েছে : ১০:৫০:১৪,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ দুই দিনের সরকারি সফরে রাজশাহী আসছেন সোমবার (২৯ ডিসেম্বর)।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী মন্ত্রী সোমবার রাজশাহী ক্যাডেট কলেজে চূড়ান্ত ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করবেন। পরে মন্ত্রী ভিআইপি গেস্ট হাউসে বাস্তবায়ণাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। সন্ধ্যায় তিনি বীরশ্রেষ্ঠ মোস্তফা মিলনায়তনে ক্যাডেটদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন।
পরদিন মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বীরশ্রেষ্ঠ মোস্তফা মিলনায়তনে ক্যাডেট কর্তৃক চলতি ঘটনা প্রদর্শনী ও ক্যাডেট কলেজ ক্যাম্পাস পরিদর্শন করবেন। বিকেলে মন্ত্রী ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।