পাক-সৌদি সামরিক মহড়ায় ১ সেনা নিহত, আহত ৩
প্রকাশিত হয়েছে : ৯:১৮:০৩,অপরাহ্ন ০৯ এপ্রিল ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
পাকিস্তান-সৌদি আরব সামরিক মহড়া চলাকালে অন্তত এক সেনা নিহত এবং তিন জন আহত হয়েছে। তাজা গুলি ব্যবহার করে এ মহড়া চলাকালে এ ঘটনা ঘটেছে বলে সৌদি প্রেস এজেন্সি খবর দিলেও হতাহত সেনারা কোন দেশের তা জানান হয় নি।
খবরে বলা হয়েছে, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় বাহা’তে সামসাম ৫ নামের এ মহড়ায় তাজা গুলি নিয়ে অনুশীলনের সময় হতাহতের এ ঘটনা ঘটেছে। নিহত সেনা একজন নন কমিশন অফিসার হিসেবে এবং আহতরা সেনা কর্মকর্তা বলে জানান হয়েছে। ইয়েমেনে সৌদি জোটের আগ্রাসনে যোগ দেয়া বিষয় নিয়ে যখন পাক সংসদের তিন দিন ধরে আলোচনা চলছে তখন সামরিক মহড়ার হতাহতের খবর প্রকাশিত হলো।-আইআরআইবি