পাকিস্তান সফর বাতিল করলো জিম্বাবুয়ে
প্রকাশিত হয়েছে : ৭:৫৪:২৮,অপরাহ্ন ১৫ মে ২০১৫
খেলাধুলা ডেস্ক:
জিম্বাবুয়ের সুপ্রীম স্পোর্টস রেগুলেটরি কর্তৃপক্ষ ‘স্পোর্টস এন্ড রিক্রিয়েশন কমিশনের (এসআরসি)’ পরামর্শে পাকিস্তানে ক্রিকেট সফর বাতিল করা হয়েছে। জিম্বাবুয়ে ক্রিকেট টিমের পাকিস্তান সফরে দু’টি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল।
বৃহস্পতিবার জিম্বাবুয়ে ক্রিকেট (জেসি) এক প্রেস রিলিজের মাধ্যমে পাকিস্তান সফর পরিত্যক্ত ঘোষণা করে। মূলত, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জিম্বাবুয়ের পররাষ্ট্র মন্ত্রনালয়ের উদ্বেগের কারণেই এমনটি করা হয়।
পাকিস্তান সফর বাতিল ঘোষণার আধা ঘন্টার মধ্যেই জিম্বাবুয়ে ক্রিকেট কর্তৃপক্ষ তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে। অপর এক প্রেস রিলিজের মাধ্যমে তারা জানায়, আলোচনার মাধ্যমে সিরিজ বাতিল করা হবে কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে জিম্বাবুয়ের সফর বাতিলের ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট যে পাকিস্তান থেকে পাকাপোক্তভাবে নির্বাসনে যাচ্ছে, তারই যেন ইঙ্গি পাওয়া যাচ্ছে।