`পাকিস্তানে সন্ত্রাসীদের বিচার হবে সামরিক আদালতে’
প্রকাশিত হয়েছে : ১১:৪৭:২১,অপরাহ্ন ২৫ ডিসেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক: সন্ত্রাসী কর্মকাণ্ড সংক্রান্ত মামলাগুলো সামরিক আদালতে বিচার করতে যাচ্ছে পাকিস্তান। পেশোয়ারে সেনাবাহিনী নিয়ন্ত্রিত স্কুলে তালেবান হামলায় ১৩২ শিশুসহ ১৪৯ জন নিহতের পর এ উদ্যোগ নিতে যাচ্ছে পাক সরকার।
বুধবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ সংক্রান্ত একটি পরিকল্পনার কথা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের বিচার ত্বরান্বিত করতে সেনাবাহিনীর কর্মকর্তাদের পরিচালিত বিশেষ আদালত স্থাপন করা হবে। আগামী দুই বছরের জন্য ওই আদালত পরিচালিত হবে।’ এর জন্য প্রচলিত আইনে পরিবর্তন আনা হবে বলেও উল্লেখ করেন তিনি।