পাকিস্তানের শ্রীলংকা সফর চূড়ান্ত
প্রকাশিত হয়েছে : ৯:৫৮:১৮,অপরাহ্ন ১১ মে ২০১৫
খেলাধুলা ডেস্ক::
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী মাসে শ্রীলংকা সফর করবে পাকিস্তান ক্রিকেট দল। জুনের শুরুর দিকে পাকিস্তান দল শ্রীলংকা সফরে যাবে বলে সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে নিশ্চিত করা হয়। সোমবার সফরের সময়সূচি চূড়ান্ত করা হয়।
আসন্ন সফরে শ্রীলংকা ও পাকিস্তান ৩টি টেস্ট, ৫টি ওয়ানডে ও ২টি টি-২০ খেলবে। তিন ম্যাচ টেস্ট সিরিজের পর ওয়ানডে এবং সর্বশেষ টি-২০ সিরিজ অনুষ্ঠিত হবে। সোমবার দুই দলের ক্রিকেট বোর্ড আসন্ন সফরের সূচি চূড়ান্ত করে।
সফরকে সামনে রেখে আগামী ৮ জুন পাকিস্তান পৌঁছবে ওয়াকার ইউনিসের পাকিস্তান। ১১ জুন তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে দুই দলের লড়াই শুরু হবে। ১৭ জুন গল টেস্ট দিয়ে পাকিস্তান ও শ্রীলংকার চূড়ান্ত লড়াই শুরু হবে। ১ আগস্ট সর্বশেষ টি-২০ ম্যাচ দিয়ে সিরিজ শেষ হবে।
পাকিস্তানের শ্রীলংকা সফরসূচি:
জুন ৮: শ্রীলংকায় পৌঁছবে পাকিস্তান।
জুন ১১-১৩ জুন: তিন দিনের প্রস্তুতি ম্যাচ।
জুন ১৭-২১: প্রথম টেস্ট (গল)।
২৫-২৯: দ্বিতীয় টেস্ট (কলম্বো)।
জুলাই ৩-৭: তৃতীয় টেস্ট (পাল্লেকেলে)।
জুলাই ১১: প্রথম ওয়ানডে (ডাম্বুলা)।
জুলাই ১৫: দ্বিতীয় ওয়ানডে (পাল্লেকেলে)।
জুলাই ১৯: চতুর্থ ওয়ানডে (কলম্বো)।
জুলাই ২৬: পঞ্চম ওয়ানডে (হাম্বানটোটা)।
জুলাই ৩০: প্রথম টি-২০ (কলম্বো)।
আগস্ট ১: দ্বিতীয় টি-২০ (কলম্বো)।