পাকিস্তানের বিপক্ষে সাব্বিরের সেঞ্চুরি
প্রকাশিত হয়েছে : ১২:১৬:৩১,অপরাহ্ন ১৫ এপ্রিল ২০১৫
স্পোর্টস ডেস্ক::
সফরকারী পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অসাধারণ এক সেঞ্চুরি করলেন বাংলাদেশের মিডল-অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান। পাকিস্তানের ছুঁড়ে দেয়া ২৬৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে সাব্বিরের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে জয়ের পথে রয়েছে বিসিবি একাদশ।
বিসিবি একাদশের হয়ে সাব্বির ৮৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। তার ইনিংসটি ৭টি চার ও ৬টি ছক্কায় সাজানো ছিল। জয়ের জন্য ২৬৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে ৮১ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় বিসিবি একাদশ। কিন্তু পঞ্চম উইকেট জুটিতে ইমরুল কায়েসকে নিয়ে সেঞ্চুরি জুটি গড়ে দলকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন সদ্য সমাপ্ত বিশ্বকাপে ভয়-ডরহীন ব্যাটিং করে আলোচনায় আসা সাব্বির রহমান।