পলাশবাড়ীতে অবরোধকারী ৩টি ট্রাকে আগুন : আহত ৭
প্রকাশিত হয়েছে : ৮:৫৪:৪৮,অপরাহ্ন ০৯ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: গাইবান্ধার পলাশবাড়ীতে ৩টি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। এছাড়া পলাশবাড়ী ও সাদুল্যাপুর উপজেলায় অবরোধকারীদের ধাওয়ায় ২টি ট্রাক খাদে পড়ে ৭ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ১১টা থেকে রাত সাড়ে ১টার মধ্যে এসব ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ট্রাকচালক জেলার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা নজরুল ইসলাম জানান, রংপুরের কিশোরগঞ্জ থেকে আলু ভর্তি ট্রাক নিয়ে ঢাকার শ্যামপুরের উদ্দেশ্যে যাচ্ছিলাম। পথে পলাশবাড়ী উপজেলা সদরের পলাশবাড়ী ফিলিং স্টেশন এলাকায় ৮/১০ জনের একদল অবরোধকারী ট্রাকের দু’দিক থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এর আগেই চালক ও হেলপার লাফিয়ে পড়ায় প্রাণে রক্ষা পায়। ক্ষতিগ্রস্ত অপর এক ট্রাকের হেলপার চট্রগ্রাম এলাকার দিদার মিয়া জানান, ওই একই সময়-এলাকায় তার ট্রাকে ভাঙচুরসহ পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় অবরোধকারীরা। এসময় দ্রুত ট্রাকে থাকা বোতলের পানি ঢেলে আগুন নেভানোর কারণে ক্ষতি কিছুটা কম হয়। এছাড়া একই সময় উপজেলা সদরের মহেশপুর-ব্র্যাক মোড়ের কাঁচামাল হাটিতে অপর আরেকটি ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। অপরদিকে, পলাশবাড়ী উপজেলার মহেশপুর ও জেলার সাদুল্যাপুর উপজেলার বত্রিশ মাইল এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে অবরোধকারীদের ধাওয়ায় দু’টি ট্রাক উল্টে খাদে পড়েছে। এতে মহেশপুর এলাকায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও বত্রিশ মাইলে ট্রাকে থাকা ৭জন পান ব্যবসায়ী আহত হয়েছেন। পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরএমও দেবাশিষ চন্দ্র জানান, আহদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।