পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১০:৫৪:১৬,অপরাহ্ন ২৬ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
স্বামীর পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় সিরাজগঞ্জে এক ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তার নাম আঁখি খাতুন (২২)। বুধবার দুপুরে শহরের চরমালশাপাড়ার কাটা ওয়াপদা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের মা নাজমা বেওয়া জানান, ৩/৪ বছর আগে শহরের চর মালশাপাড়ার মহল্লার মনিরুল ইসলাম ওরফে পিচুনির সঙ্গে আঁখির বিয়ে হয়। বিয়ের পরই পাশের বাড়ির পিংকীর সঙ্গে পিচুনির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এতে বাধা দেওয়ায় আঁখিকে মারধর ও নির্যাতন করা হতো। এর জের ধরে বুধবার দুপুরে আঁখিকে হত্যা করে বিষয়টি আত্মহত্যা হিসেবে চালানোর জন্য তার লাশ ঘরের সঙ্গে ঝুলিয়ে রাখে তার পরিবার।
সদর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, ময়নাতদন্ত ছাড়া ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। ঘটনার পর থেকে নিহতের স্বামীসহ পরিবারের লোকেরা পলাতক রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।