পদত্যাগ করছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৮:৪৬:১৬,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৪
অনলাইন ডেস্ক: অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে পড়ে পদত্যাগ করতে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল। মার্কিন কংগ্রেস নির্বাচনে প্রেসিডেন্ট বারাক ওবামার ডেমোক্রেটিক পার্টির ভরাডুবির পর অভ্যন্তরীণভাবে ব্যাপক চাপে পড়েন চাক হেগেল। সেই রাজনৈতিক চাপেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন হেগেল। নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে সোমবার এ খবর দিয়েছে।
রিপাবলিকান পার্টির নেতা, সাবেক সিনেটর চাক হেগেলকে পদত্যাগে সিদ্ধান্ত দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা নিজেই। গত দুই সপ্তাহ হেগেলের সঙ্গে কয়েক দফায় আলোচনার পর শুক্রবার ওবামা এ সিদ্ধান্ত দেন।
খবরে বলা হয়, সোমবার ওবামাই হেগেলের পদত্যাগের ঘোষণা দেবেন। ওবামা প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিষয়টি নিউইয়র্ক টাইমসকে নিশ্চিত করেছেন। হেগেলের সামরিক অভিজ্ঞতা আছে, ইরাক যুদ্ধের বিরোধিতা করেছিলেন, আফগানিস্তান যুদ্ধ ‘জয়’ করেছেন— এ সব ইতিবাচক দিক থাকা সত্ত্বেও কেন হেগেলকে বাদ দিচ্ছেন ওবামা?
এর অন্যতম কারণ, ইসলামিক স্টেটের (আইএস) হুমকি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বলেছেন, আইএস মোকাবেলায় হেগেল যে ভূমিকা রেখেছেন, আগামী দুই বছর ভিন্ন ধরনের পরিকল্পনা ও দক্ষতা থাকা দরকার।
ওই কর্মকর্তা আরও বলেন, হেগেলকে অব্যাহতি দেওয়া হচ্ছে না। বরং ওবামার সঙ্গে দুই সপ্তাহ ধরে আলোচনা শেষেই হেগেল ও ওবামা এ পদত্যাগের ব্যাপারে একমত হয়েছেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ২৪তম প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করেন চাক হেগেল।