পটিয়ায় শ্রমিক নেতা আবু ছিদ্দিকের স্মরণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৭:৩০:৪৪,অপরাহ্ন ২১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: পটিয়া-আনোয়ারা-চন্দনাইশ অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও পটিয়া অটোটেম্পু-ট্যাক্সি সিএনজি শ্রমিক কল্যাণ সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আবু ছিদ্দিকের স্মরণ সভা গতকাল শুক্রবার বিকালে পটিয়া কবির মার্কেট কার্যালয়ে শ্রমিক নেতা মোঃ নাছিরের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক জামশেদুর হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পূর্বাঞ্চল (চ্ট্টগ্রাম-সিলেট) বিভাগের সভাপতি মৃনাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রামের সভাপতি মোঃ মুছা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল গফুর আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আলী, শ্রমিক নেতা মোঃ মিয়া, মোঃ ইয়াছিন সোলেয়মান, কমিশনার ইব্রাহিম, পটিয়া অটো টেম্পু, ট্যাক্সি, সিএনজি শ্রমিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি বদিউল আলম, সহ-সভাপতি জসিম উদ্দিন, অর্থ সম্পাদক নুরুল আবছার সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক সদস্য ইলিয়াছ, রাসেল, বদিউল আলম, খোরশেদ আলম, জাহাঙ্গীর আক্তার, জসিম, নুর নবী, সালাম আমজাদ হোসেন, আলী হোসেন, সালাউদ্দিন, আলী আকবর, হাজী মফিজুর রহমান, সেলিম মেম্বার, আবু তৈয়ব, শহিদ, নুরুল আমিন, মোঃ আলী প্রমুখ।
সভায় প্রধান অতিথি পটিয়া সংগঠনের পক্ষ থেকে মরহুম শ্রমিক নেতা আবু ছিদ্দিকের পুত্র মোঃ লিটন ও সাকিবের হাতে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন এবং তাদের দায় দায়িত্ব কেন্দ্রীয় কমিটি মৃনাল চৌধুরী নেবেন বলে ঘোষণা দেয়।