নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচনী হাওয়া জমজমাট
প্রকাশিত হয়েছে : ৭:০২:১০,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: দীর্ঘদিন পর নির্বাচন কমিশনার কর্তৃক তফসিল ঘোষণার পর বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে নোয়াখালী প্রেসক্লাবের কার্যকরি পরিষদের (২০১৫-২০১৬) নির্বাচনী হাওয়া জমজমাট হয়ে উঠেছে।
সভাপতি পদে আলমগীর ইউছুফ ও বখতিয়ার সিকদার, সহ-সভাপতি পদে মনিরুজ্জামান চৌধুরী ও শাহ এমরান মো. ওসমান সুজন, সাধারণ সম্পাদক পদে জাহিদুর রহমান শামীম ও মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ), যুগ্ম সম্পাদক পদে আকবর হোসেন সোহাগ ও জামাল হোসেন বিষাদ, কোষাধ্যক্ষ পদে মোঃ বোরহান উদ্দিন, ক্রীড়া ও সমাজ সম্পাদক পদে আবদুর রহিম বাবুল, নির্বাহী সদস্য পদে নুরুল আমিন, মেসবাহ উল হক মিঠু, আবু নাছের মঞ্জু ও গিয়াস উদ্দিন ফরহাদ সহ ১৪জন প্রাথীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনার বৈধভাবে ঘোষণা করেন। আগামী ২৩ ডিসেম্বর নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে।
১৩টি পদে ২৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নেতা নির্বাচন করবেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যক্ষ প্রফেসর কাজী মুহম্মদ রফিক উল্ল্যাহ।