নোয়াখালীতে পিকেটারের ইটের আঘাতে স্কুল শিক্ষিকা নিহত
প্রকাশিত হয়েছে : ৭:০৬:৪৪,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
নোয়াখালীর সদর উপজেলার পৌর কল্যাণ স্কুলের সামনে পিকেটারের ইটের আঘাতে শামছুর নাহার (৩৭) নামে এক শিক্ষিকা মারা গেছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
তিনি ঢাকা আগারগাঁ তাহহিদ ল্যাবটোরিজ স্কুলের শিক্ষিকা।
নিহতের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার পোড়াগাছা গ্রামের শাহজাহান সিরাজের স্ত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত শামছুর নাহার নোয়াখালী মাইজদী পৌর বাজারের পাশে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যায়। সকালে আত্মীয়ের বাসা থেকে হাঁটতে বের হয়ে নোয়াখালীর পৌর কল্যাণ নামক স্কুলের সামনে গেলে পিকেটারের ইটের আঘাত মাথায় লাগলে শামছুর নাহার মারাত্মকভাবে আহত হয়। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
নোয়াখালী সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন নিহতের বিষয়টি নিশ্চত করেছেন।