নোয়াখালীতে পাইপগান সন্ত্রাসী আটক
প্রকাশিত হয়েছে : ৯:৪৫:৩৬,অপরাহ্ন ১০ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের আমিরাবাদ গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও বোমাসহ কামাল হোসেন টোকন (২৭) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও ৬টি হাত বোমা উদ্ধার করা হয়।
বুধবার সকাল ১০টার দিকে আমিরাবাদের শহীদের ‘চা’ দোকানের পাশ থেকে তাকে আটক করা হয়। আটককৃত সন্ত্রাসী কামাল হোসেন টোকন উপজেলার দেওটি ইউনিয়নের মুহিতখোলা গ্রামের ছোট পুকুরিয়া বাড়ির মফিজ উল্যার ছেলে।
সোনাইমুড়ী থানার (ওসি) আশরাফ উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমিরাবাদ বড় মসজিদের পাশ্ববর্তী শহীদের চা’ দোকানের পিছনে অভিযান চালিয়ে ১টি পাইপগান, ১রাউন্ড গুলি ও ৬টি হাত বোমাসহ জিসান বাহিনীর সদস্য সন্ত্রাসী কামাল হোসেন টোকনকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতিসহ ৩টি মামলা রয়েছে।