নেপালে বাংলাদেশের মানবিক সহায়তা পৌঁছেছে
প্রকাশিত হয়েছে : ১:০৬:০৩,অপরাহ্ন ২৬ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
গতকাল শনিবার ভয়াবহ ভূমিকম্পের শিকার নেপালে মানবিক সহায়তা জরুরী চিকিৎসা সেবাসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে বাংলাদেশের বিমান বাহিনীর একটি বিমান আজ সোমবার রাজধানী কাঠমান্ডতে গিয়ে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে, একই বিমানে করে সেদেশে খেলতে যাওয়া অনুর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দলসহ প্রবাসী বাংলাদেশীদেরও দেশে ফেরত আনা হবে।
আজ সোমবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম এমপি তার ফেসবুক পাতায় এ তথ্য জানান।
ভূমিকম্পে আহতে এবং পুনর্বাসনে নেপাল সরকারের সাথে একসঙ্গে কাজ করবে মেডিকেল টিম। প্রয়োজনীয় ত্রাণসামগ্রীসহ মানকিব সহায়তার জন্য সবসময় বাংলাদেশ নেপালের পাশে আছে বলে গতকাল পররাষ্ট্র দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, গতকাল রোববার নেপালে ৭.৯ মাত্রার শক্তিশালি ভূমিকম্পে এখন পর্যন্ত ২২৬৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও প্রায় সাড়ে ৪ হাজারেরও বেশি মানুষ।