নেপালের বিমান নামতে পারবে বাংলাদেশে
প্রকাশিত হয়েছে : ২:১৩:৪১,অপরাহ্ন ২৭ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
ভূমিকম্প বিধ্বস্ত নেপালে বিদেশি কোনো ত্রাণবাহী কোনো উড়োজাহাজ বা হেলিকপ্টার ল্যান্ড করতে না পারলে বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশষে করে সৈয়দপুর বিমানবন্দর, ঢাকার পুরান এয়ারপোর্ট এবং লালমনিরহাটের হেলিপ্যাড ব্যবহার করতে পারবে তারা। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এক অনির্ধিারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ কথা জানান।
মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে ত্রাণবাহী উড়োজাহাজ নামতে সমস্যা হচ্ছে বিষয়টি জানালে প্রধানমন্ত্রী বলেন, বিদেশিদের ত্রাণবাহী বিমান নেপালে নামতে না পারলে বাংলাদেশকে তারা ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারবে।
তিনি বলেন, বিদেশিরা আমাদের যে কোনো এয়ারপোর্ট ব্যবহার করতে পারবে। নেপালের বিষয়ে যে কোনো সহযোগিতা করা আমাদের কর্তব্য বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, নেপাল আমাদের প্রতিবেশী দেশ। স্বাধীনতা যুদ্ধে তারা আমাদের স্বীকৃতি দিয়েছিল।
এদিকে, বাংলাদেশে ভূমিকম্প হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে প্রস্তুত থাকতে বলেছেন। তিনি বলেন, আমাদের দেশেও ভূমিকম্প হতে পারে। তাই ভূমিকম্প মোকাবেলায় আমাদের যা কিছু সামর্থ আছে তা নিয়ে প্রস্তুত থাকতে হবে।