নেইমারের জোড়া গোলে সেমিতে বার্সেলোনা
প্রকাশিত হয়েছে : ১০:০৮:২৭,অপরাহ্ন ২৯ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক::
কোপা দেল রের শেষ আটের দ্বিতীয় লেগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের জোড়া গোলে সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা। কাতালানরা ৩-২ গোলে হারিয়েছে এতলেটিকো মাদ্রিদকে। নিজেদের মাঠে শুরু থেকে অসাধারণ খেলেছে এতলেটিকো। খেলার ১ মিনিটেই জালের ঠিকানা খোঁজে পেয়েছে তারা। সিগুয়েরার ক্রস থেকে বার্সা গোলরক্ষক টার স্টেগানকে পরাস্ত করেছেন স্প্যানিশ ফরোয়ার্ড ফার্নান্দো তোরেস। কোনো কিছু বুঝে উঠার আগে গোল হজম করার পর আক্রমণে ধার বাড়িয়ে ছিল বার্সা। সাফল্য পেয়েছে বার্সা। খেলার ৯ মিনিটে সমতায় ফিরেছে দলটি। উরুগুয়ের তারকা লুই সুয়ারেজের দুর্দান্ত পাস থেকে গোল করেছেন নেইমার।
৩০ মিনিটে আবারও ব্যবধান দ্বিগুণ করেছিল এতলেটিকো। বিপদসীমার মধ্যে প্রতিপক্ষের খেলোয়াড়কে বার্সার মাশ্চেরানো ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজিয়ে ছিলেন রেফারি। আর স্পট কিক থেকে করেছেন গার্সিয়া। কিন্তু ৩৮ মিনিটে আবারও সমতায় ফিরেছে বার্সা। এ জন্য কষ্ট করতে হয়নিকে। বুসকেটসের হেড ক্লিয়ার করতে গিয়ে ভুলে নিজেদের জালেই জড়িয়েছেন অ্যাতলেটিকোর মিরান্ডা। বিরতিতে যাওয়ার ৪ মিনিট আগে গোল ব্যবধান ৩-২-এ উন্নীত করেছেন নেইমার। তবে দ্বিতীয়ার্ধে আর গোল হয়নি।
শেষ চারের হার্ডলে জায়ান্ট বার্সার সামনে কে দাঁড়াচ্ছে- এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে ক্রীড়ামোদীদের মনে। এ জন্য বৃহস্পতিবার চোখ রাখতে পারেন টেলিভিশনের পর্দায়। এদিন কোপা ডেল রের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে গেটাফে ও ভিয়ারিয়ালের মধ্যেকার বিজয়ী দলকে পরের রাউন্ডে সামনে পাবে লিওনেল মেসি-নেইমাররা। টুর্নামেন্টের বাকি দুই কোয়ার্টার ফাইনাল ম্যাচে সেভিয়া দাঁড়াবে এস্পানিওলের সামনে আর এতলেটিক বিলবাও পরীক্ষা নেবে মালাগার।
প্রসঙ্গত কিংস কাপের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১১ ফেব্রুয়ারি। আর দ্বিতীয় সেমিফাইনাল ৪ মার্চ, ফাইনাল ৩০ মে।