নিষিদ্ধ হোয়াটসঅ্যাপ
প্রকাশিত হয়েছে : ৭:৩৯:৩৬,অপরাহ্ন ১১ ডিসেম্বর ২০১৪
তথ্য-প্রযুক্তি ডেস্ক:: ভারতীয় সেনাবাহিনীতে নিষিদ্ধ করা হয়েছে হোয়াটসঅ্যাপ৷ উরিতে জঙ্গি হামলা ও শ্রীনগরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার পর থেকেই মেসেজিং অ্যাপসটিতে বেনামে অনেকগুলো বার্তা ছড়ানো হয়।
ভারতীয় সেনাবাহিনীর দাবি, বার্তাগুলিতে প্রচুর অসত্য তথ্য রয়েছে এবং সেনাসদস্যের মধ্যে বিভ্রান্তি ও অসহযোগিতামূলক পরিবেশ তৈরি করতেই এই বার্তা ছড়ানো হয়েছে৷
হোয়াটসঅ্যাপে প্রকাশিত বার্তাগুলির একটিতে বুদগাঁওয়ে সেনাবাহিনীর হাতে দুই কিশোরের মৃত্যুর ঘটনা নিয়ে মোদির মন্তব্যের সমালোচনা করা হয়েছে৷ তাতে বলা হয়, এই ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন মোদি৷ আর একটিতে উরির ঘটনার বিবরণ দিয়ে বলা হয়েছে, লেফটেন্যান্ট কর্নেল সঙ্কল্প কুমার, হাবিলদার সুভাষ চাঁদ ও নায়েক গুরমেল সিং একসঙ্গে জঙ্গিদের আটকেছিলেন৷
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে , উরিতে এমন কিছু মোটেই হয়নি৷ আর এই একটি বার্তাও সেনাবাহিনীর কোনও সদস্যের অ্যাকাউন্ট থেকে যায়নি৷ সেনাবাহিনীতে সোশ্যাল মিডিয়ায় নজরদারি যথেষ্ট কড়া। কাজেই এ বিষয়ে তারা নিশ্চিত৷
কমান্ডার জেনারেল ডিএস হুডা বলেন , ‘মিডিয়া অত্যন্ত শক্তিশালী মাধ্যম। এটা শুধু সাধারণ মানুষের মতই প্রভাবিত করে না সেনা জওয়ানদের উপরেও প্রভাব ফেলে৷ এই ফাঁদে আমরা পা দিতে চাই না।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া।