নির্বাক চরিত্রে শাকিব খান!
প্রকাশিত হয়েছে : ৭:১৭:০২,অপরাহ্ন ২৫ মার্চ ২০১৫
বিনোদন ডেস্ক :: সফল চলচ্চিত্র নির্মাতা বদিউল আলম খোকন এর পরিচালনায় নতুন একটি ছবিতে নির্বাক একটি চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় নায়ক শাকিব খান।
বিষয়টি খোলাসা করলেন ছবির পরিচালক নিজেই। এ প্রসঙ্গে বদিউল আলম খোকন জানিয়েছেন,”ছবির বিরতির আগ পর্যন্ত শাকিব খানের অ্যাকশন থেকে সবকিছুই দর্শক দেখতে পাবেন। তবে এক মুহূর্তের জন্য দর্শক তার মুখ থেকে কোন কথা শুনতে পারবেন না। বিরতির পর দর্শক জানতে পারবেন তার সত্যিকারের পরিচয়। ” কথা প্রসঙ্গে বদিউল আলম খোকন আরও বললেন,”অনেকদিন ধরেই দর্শকদের জন্য একটি চমক নিয়ে আসতে চাচ্ছিলাম। এই ছবিটি দর্শক শাকিব খানকে সেই চমক হিসেবেই। পাবেন। কারণ এমন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করাটা একমাত্র শাকিব খানের পক্ষেই সম্ভব। একটি চিত্রনাট্যের কাজ শেষ হলে আগামী ১৬ মে থেকে শুরু হবে শুটিং।