নিজের ফোন নম্বর নিজেই বেঁছে নিন
প্রকাশিত হয়েছে : ৫:৪০:৪২,অপরাহ্ন ২৩ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
আপনি যদি সংখ্যাতত্ত্বে বিশ্বাসী হন, তাহলে এবার সংখ্যা মিলিয়ে বানিয়ে ফেলতে পারবেন আপনার নিজের মোবাইল নম্বর৷ তেমনই নয়া পরিষেবা আনল ভারতের টাটা ডোকোমো৷ ডোকোমোর নয়া পরিষেবায় এবার ১০ সংখ্যার মোবাইল নম্বর নিজের পছন্দমতো তৈরি করে নিতে পারবেন ব্যবহারকারী নিজেই৷
ডোকোমোর নয়া এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘মাই লাইফ, মাই নম্বর’৷ টাটা ডোকোমোর তরফে জানানো হয়েছে, ব্যবহারকারীরা তাঁদের নিকটবর্তী ডোকোমো স্টোরে গিয়ে নিজের মোবাইল নম্বর নিজেই তৈরি করে নিতে পারবেন৷ টাটা ডোকোমোর দাবি, তারাই ভারতে সর্বপ্রথম এই ধরনের পরিষেবা আনল৷আজ থেকেই নয়া এই পরিষেবাটি নিতে পারবেন ভারতের টাটা ডোকোমো ব্যবহারকারিরা৷