নিজের ওয়ান্টেড বিজ্ঞাপন দিয়ে জেলহাজতে
প্রকাশিত হয়েছে : ১২:২০:২৪,অপরাহ্ন ০২ মে ২০১৫
তথ্যপ্রযুক্তি ডেস্ক :: ‘রেয়ায় ডন, লেভি চার্লস। বয়স ২৩। সাদা চামড়ার এই ব্যক্তির উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি। ১৬০#, স্বর্ণকেশধারী। চোখের রঙ নীল। এই ব্যক্তি জালিয়াতির সঙ্গে যুক্ত। একে ধরিয়ে দিলে নগদ ২ হাজার ৫০০ ডলার পুরস্কার দেয়া হবে’। ফেসবুকে নিজের ছবি সাঁটিয়ে এসব কথা লিখে পোস্ট দিয়েছিলেন লেভি চার্লস রেয়ারডন। পোস্টের নিচে নিজে একটা লাইকও দিয়েছিলেন। আর তাতেই কাল হলো তার। শ্রীঘরে যেতে হলো তাকে।
এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের মন্টানায়। লেভি চার্লস নামের ঐ ব্যক্তি ফেসবুকে স্থানীয় অপরাধ নির্মূল কমিটির পেজে নিজের ছবি পোস্ট করে তাতে লাইক দিয়ে ফেঁসে গেছেন। তার বিরুদ্ধে ফটকামির অভিযোগ এনেছে পুলিশ। তাকে গেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।
পুলিশকে বিভ্রান্ত করার জন্য তার জেল এবং অর্থদণ্ড দু’টোই হতে পারে।