নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১০:২০:৫১,অপরাহ্ন ২৬ নভেম্বর ২০১৪
নিউইয়র্ক থেকে এনা: মাত্র ৫ দিনের ব্যবধানে নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় আরো একজন বাংলাদেশী যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। গত ২০ নভেম্বর স্কুল থেকে বাসায় ফেরার পথে ব্রুকলীন টেকের মেধাবী ছাত্র মোহাম্মদ নাঈম উদ্দিন ৭৮ বয়সী এক গাড়ি চালকের ধাক্কায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। নাঈম উদ্দিনের মৃত্যুর শোক কাটতে না কাটতেই গত ২৪ নভেম্বর সোমবার ( নিউইয়র্ক সময়) সকালে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে ভোর রাত সোয়া তিনটার সময় এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন হক কচি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৫ বছর।
জানা গেছে, ব্রঙ্কস থেকে ব্রুকলীনের বাসায় ফেরার পথে ১০ ও ১১ এক্সিটের মধ্যে রাস্তার পাশ্চবর্তী গাছের সাথে ধাক্কা খেয়ে মোহাম্মদ হকের ফোর্ড এক্সপ্লোরার গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অকুলস্থলেই তার মৃত্যু ঘটে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে নিউইয়র্ক পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, মোহাম্মদ হক হয়তো গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন।
মরহুমের নামাজে জানাজা গত ২৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় তার বাসা সংলগ্ন ব্রুকলীনের বায়তুল জান্নাহ মসজিদে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ব্রুকলীনের প্রগতি গ্রোসারীর মালিক এবং বৃহত্তর নোয়াখালি সোসাইটির সাবেক সভাপতি হাজী ওবায়দুল হকের পুত্র। নামাজে জানাজা শেষে আগামী ২৬ নভেম্বর বাংলাদেশের কোম্পানীগঞ্জে দাফনের জন্য পাঠানো হবে। সেখানে অবস্থান করছেন সস্ত্রীক হাজী ওবায়দুল হক।