নাসিম প্লাজার আগুন নিয়ন্ত্রণে, ১৫ মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২:৫৮:২৫,অপরাহ্ন ৩১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
রাজধানীর মিরপুর ১ নাম্বারে সনি সিনেমা হলের পেছনে নাসিম প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও কর্তব্যরত পুলিশ সদস্যরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নেওয়াজ ফরাজি জানান, ঢামেক বার্ণ ইউনিটে দগ্ধ ২ জনকে ভর্তি করা হয়েছে এবং আরো ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে খবর পেয়েছি। দগ্ধ দুজন হলেন- সিকিউরিটি গার্ড কামাল হোসেন (৪০) ও তৌহিদুল ইসলাম (৪৫)।
মিরপুর শাহআলী থানার এসআই মো. আনিসুর রহমান জানান, এখন পর্যন্ত ভবন থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ভিতরে আরও মরদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার কাজ এখনও চলছে। আমরা নিখোঁজদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে ঠিক নির্দিষ্ট কি কারণে সেখানে আগুনের সূত্রপাত তা নিশ্চিত করে বলতে পারেনি। অন্যদিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ পরিদর্শক নিলুফার ইয়াসমিন জানান, আগুন লাগার খবর পাওয়া মাত্রই প্রথমে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনা স্থলে পাঠানো হয়। পরে আরো ৩টি ইউনিট পাঠিয়ে আগুন নিয়ন্ত্রনে না আসায় আরো ৫টি ইউনিট পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের মোট ২০টি ইউনিট ও পুলিশ যৌথভাবে প্রায় ২ ঘণ্টা ব্যাপী প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানান তিনি। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত মানুষের চাপে পড়ে কারখানাটির চারপাশ ঘেরা প্রাচীর ধ্বসে পড়েছে বলে জানা যায়। শাহ আলী থানার ওসি সেলিমুজ্জামান জানান, ঘটনাস্থলে উৎসুক জনতার ভীড়ে কারখানাটির প্রাচীর ধ্বসে পড়ে। এতে নিচে কয়েকজন চাপা পড়েছেন বলে আশঙ্ক্ষা করা হচ্ছে। সেখানে কর্তব্যরত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।
এর আগে শনিবার বিকেল ৫টা ২৫ মিনিটে রাজধানীর মিরপুর ১-এ নাসিম প্লাজা নামে ওই বহুতল ভবনের একটি প্রাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ভবনটিতে বেশ কিছু মার্কেট ও পোশাক কারখানা রয়েছে।