‘নাসরোম মিনাল্লাহি ফাথহুন কারিব’ খালেদার উদ্দেশ্যে সুরঞ্জিত
প্রকাশিত হয়েছে : ১:৩৫:৫৭,অপরাহ্ন ০৮ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, “নাসরোম মিনাল্লাহি ফাথহুন কারিব” অচিরেই সৃষ্টি কর্তার সাহায্য আসবে। আপনি(খালেদা) নির্বিচারে মানুষ হত্যা করবেন এটি সৃষ্টি কর্তাও সহ্য করবেনা। মানুষের অভিশাপে খালেদা জিয়া অচিরেই ধ্বংশ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
রবিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভেনিউতে “২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে সন্ত্রাস ও মানুষ হত্যার প্রতিবাদে” গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ১৪ দল আয়োজিত দীর্ঘ মানবন্ধনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১নং গেইটের সামনে তিনি এ মন্তব্য করেন। চলমান হরতাল-অবরোধে সহিংস কর্মকান্ডের জন্য খালেদা জিয়াকে দায়ী করে সুরঞ্জিত বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাস নয়। এর বিরোদ্ধে গনআন্দোলন গড়ে তুলতে হবে। বিশ্বের কোন গনতন্ত্রে নাশকতার ঠাই নেই বাংলাদেশেও হবেনা বলে জানান প্রবীণ এই নেতা।
তিনি বলেন, দেশের এই সংকট রাজনৈতিক বা আইন শৃংখলার নয়। এটা সরাসরি সন্ত্রাসী কর্মকান্ড। একে রাজনৈতিক ভাবে মোকাবেলার সুযোগ নেই। আইনের মাধম্যেই এই সন্ত্রাসী কর্মকান্ড দমন করা হবে। খালেদা জিয়াকে কটুক্তি করে তিনি বলেন, জনগণ বেগম খালেদা জিয়াকে এখন থেকে জল্লাদি বেগম বলে চিনবে।
তিনি আরো বলেন, সাধারণ বাহিনী দিয়ে এই সন্ত্রাস দমন হবেনা এর জন্য বিকল্প আইন ও বাহিনীর প্রয়োজন বলেও জানান তিনি
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম,ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বিমান মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, নগর ১৪ দলের সমন্নয়ক ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া,রেলমন্ত্রী মুজিবুল হক সহ ১৪ দলের অন্যান্য নেতৃবৃন্দরা।