নাশিদের মুক্তির দাবিতে পানির নীচে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ৯:০১:৩৯,অপরাহ্ন ১২ এপ্রিল ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
মালদ্বীপের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের মুক্তির দাবিতে তার সমর্থকরা পানির নীচে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। শনিবার রাজধানী মালের সাগর তীরে প্রায় ১০০ ডুবুরি ‘ফ্রি নাশিদ’ (নাশিদকে মুক্তি দাও) স্লোগান লেখা হলুদ রঙের টি-শার্ট পরে ১০ ফুট পানির নীচে বিক্ষোভে অংশ নেয়। ইন্টারনেটে এ বিক্ষোভ সরাসরি দেখানো হয়।
২০১২ সালে এক বিচারককে অপসারণ মামলায় গত মাসে নাশিদকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। আন্তর্জাতিক সম্প্রদায় এ অস্বচ্ছ বিচারের কঠোর নিন্দা জানিয়েছে। ধনাঢ্য পর্যটকদের কাছে ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রটি একটি আকর্ষণ গন্তব্য।
আমরা জনগণকে জানাতে চাচ্ছি যে আমরা নিপীড়নের বিপক্ষে এবং নাশিদের পক্ষে, অভিনব এ আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে বলছিলেন ডুবুরি ফাহুদ।
নাশিদকে গ্রেপ্তারের পর থেকেই মালদ্বীপের বিভিন্ন স্থানে তার সমর্থকরা প্রতিদিন শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে আসছেন।
বর্তমানে প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন ২০১৩ সালে এক বিতর্কিত নির্বাচনে নাশিদকে হারিয়ে ক্ষমতা দখল করেন। নাশিদ ২০০৮ সালে দেশটির প্রথম অবাধ নির্বাচনে ইয়ামিনের সৎভাইকে হারিয়ে বিজয়ী হন। নাশিদ তার বিরুদ্ধে মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন।