নাশকতা দমনে একত্রে প্রয়োগ করা হবে ৩টি আইন
প্রকাশিত হয়েছে : ১১:১৭:১৪,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের লাগাতার অবরোধ-হরতালের কারনে সৃষ্ট সহিংসতা দমনে সন্ত্রাস দমন আইন, বিশেষ ক্ষমতা আইন ও দ্রুত বিচার আইনকে কঠোর ভাবে প্রয়োগ করার সিদ্ধন্ত নিয়েছে সরকার।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এ বিষয়ে একাধিক মন্ত্রী কথা বলেন বলে জানিয়েছে বৈঠক সূত্র। এছাড়া প্রশাসনিকভাবে মোকাবেলার পাশাপাশি রাজনৈতিকভাবেও নাশকতা মোকাবেলার বিষয়ে আলোচনা হয় মন্ত্রিসভায়।
আইনমন্ত্রী বলেন, এসব নাশকতা মোকাবেলায় নতুন করে আইন প্রণয়নের কোনো প্রয়োজন নেই। সন্ত্রাস দমন আইন, বিশেষ ক্ষমতা আইন ও দ্রুত বিচার আইন কঠোরভাবে প্রয়োগ করা হলে নাশকতা বন্ধ করা যাবে।
সহিংসতার মধ্যে বাংলাদেশের অর্থনীতির ‘মারাত্মক’ ক্ষতি হচ্ছে বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যে বক্তব্য দিয়েছিলেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিয়েছেন বৈঠকে।