নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ১৫
প্রকাশিত হয়েছে : ১২:২৯:৫২,অপরাহ্ন ০৩ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
জেলার সোনারগাঁওয়ের শম্ভুপুরে রাইস মিলের বয়লার বিস্ফোরণে অন্তত ১৫ জন আহত হয়েছে। এর মধ্যে ৮ অবস্থা আশঙ্কাজনক বলে জানাগেছে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গোবিন্দপুর গ্রামের সাবেক ইউপি সদস্য (মেম্বার) হোসেন মিয়ার মালিকানাধীন গাউছিয়া অটো রাইস মিলে দুপুরে হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর বয়লারটি শতাধিক গজ দূরে গিয়ে ছিটকে পড়ে। এতে পাশের ব্রহ্মপুত্র নদের তীরে নৌকার মাঝি আজিজুল ইসলাম (৩২) চাপা পড়েন। আজিজুল গুরতর আহত বলে তার ছোট ভাই জানিয়েছেন।
এ ঘটনায় অন্য আহতরা হলেন- আকলিমা, পারভিন, জুয়েল, রহিম, মাহাবুবু, শিশু জিদনী, লিপি, চম্পা, সোহেল, রাকিব, আলম, সুফিয়া, সুমা মহিউদ্দিনসহ আরও কয়েকজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের বলেন, ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।